ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের জন্য সুসংবাদ; মেক্সিকোর দুঃসংবাদ!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ২৯ জুন ২০১৮ | আপডেট: ১৭:২৮, ২৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামীকাল থেকে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্ব। ২ জুলাই শেষ ষোলোতে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। একটা দুঃসংবাদ হলো ডগলাস কস্তা ও দানিলো ইনজুরিতে আক্রান্ত হওয়ায় তাদের এই ম্যাচে পাচ্ছে না ব্রাজিল। তবে আরেকটি সুসংবাদও আছে তাদের জন্য, যা মেক্সিকোকে ভাবনায় ফেলে দিয়েছে।

গ্রুপে জার্মানির ব্যর্থতার সুযোগ দ্বিতীয় রাউন্ডে খেলছে মেক্সিকো। প্রথম ম্যাচেই জার্মানিকে ১-০ গোলে হারিয়েছিল তারা। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ২-১ গোলে জয় পায় মেক্সিকো। শেষ ম্যাচে সুইডেনের কাছে ৩-০ ব্যবধানে হেরেও শেষ ষোলোতে উঠে যায় তারা। নক-আউট পর্বে আরও এগিয়ে যেতে হলে হারাতে হবে শক্তিশালী ব্রাজিলকে।  

কিন্তু দুই হলুদ কার্ড দেখায় দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে খেলতে পারছেন না মেক্সিকোর `রক্ষণ দেয়াল` হেক্টর মোরেনো। জার্মানির বিপক্ষে দুর্দান্ত খেলা ৩০ বছর বয়সী এই সেন্টারব্যাক একটি হলুদ কার্ড দেখেছিলেন। গতকাল সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে হারা ম্যাচেও হলুদ কার্ড দেখেন রিয়েল সোসিয়াদের এই ডিফেন্ডার। তার অনুপস্থিতি ব্রাজিলের জন্য সুংসবাদই বটে!

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি